সম্পূর্ণ গল্প পড়তে চান?
সম্পূর্ণ গল্প পড়তে ক্লিক করুনবিয়ে পাগলের গল্প
✍️ লেখক: নাহাজুল ইসলাম লাইফ❣
বৈধ_ভালবাসা
পর্ব: #১
গল্পকার : গল্প_বুড়ি_তিলোত্তম
♦ ♦ বাহিরে খুব প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে "! আর এই ঝড় বৃষ্টির রেশ ধরে তার সাথে আমার মান অভিমান চলছে""। তার সাথে আমার মোট চার মাসের আলাপ""! দু মাস হয়ে গেল তার সাথে আমার কোন যোগাযোগ নেই"! আমি ও অভিমান করে তার ফোনে আর কল দেইনি"!! আজ সেই দিনটার কথা খুব মনে পড়ছে"! তিলোত্তমা এই তিলোত্তমা দাড়াও""! আমি কলেজ গেট থেকে বের হয়ে স্ট্যান্ডে এসে গাড়ির খোঁজ করছি""। কিন্তু দুপুরবেলা তো তার উপর আকাশে মেঘ জমছে "! তাই খুব একটা গাড়ির সমাগম এখানে নেই""! আমি আপনা মনে পায়ে হেটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি"" কেউ আমার নামটা চেঁচিয়ে ডাকাতে আমি অবাক হয়ে পিছনে তাকাতেই দেখি বাইকের সামনে দাড়িয়ে আছে এক সুদর্শন যুবক""! মনে মনে বলি এ আবার এখানে কখন এলো""? আমি সাত পাঁচ ভেবে রাস্তার একপাশে দাড়িয়ে পড়লাম"! ছেলেটা : এই তোমাকে এত করে ডাকছি """! আর তুমি কি না আমার ডাকে সারা না দিয়ে একভাবে হেঁটেই চলেছো""
! আমি : তবে কি করব"""? আমি কি জানি আপনি ডাকছেন আমায়""। আর শোনেন কোন পরপুরুষ আমাকে ডাকলেই যে সারা দিতে হবে তার কোন মানে নেই""। ! ছেলেটা : আমি তোমার কাছে এখনও পরপুরুষ""। এই তুমি এই কথাটা না বলেও পারতে"! ! আমি : হুম আপনি তো এখনও আমার কাছে পরপুরুষ ""! আর আমার কলেজের সামনেই বা কি করছেন"? ! ছেলেটা : পৃথিবীতে তুমিই একমাত্র মেয়ে যে কিনা নিজের বরকে পরপুরুষ বলছে""। আমি কলেজের সামনে কি আবার করবো নিজের বউয়ের সাথে দেখা করতে এসেছি""! ! আপনারা ভাবছেন ছেলেটা আমাকে বউ বলে দাবী করছে কেন ""? আর আমি কেন তাকে পরপুরুষ বলে আখ্যায়িত করছি। তবে সব ঘটনা শুনেন"" ! এই ছেলেটার নাম #সাহিল_আহমেদ"! সে আর্মির সিভিল সেকশনের কম্পিউটার ইনঞ্জিনিয়ার""! তার সাথে আমার প্রথম দেখা হয়। আমার মায়ের মামাবাড়িতে"! আমি যখন দুমাস আগে আমার মায়ের সাথে তার মামার বাড়ি বেড়াতে যাই ""। তখন সাহিলও ছুটিতে বাড়ি আসে ""। সাহিল হচ্ছে আমার মায়ের মামাতো ভাইয়ের ছেলে"! আর তখননি এক দেখাতে সাহিল আর ওর দাদা দাদী আমাকে ওর জন্য পছন্দ করেন"! সেখান থেকে শুরু হয় আমাদের বিয়ের তোর জোর"! ! আমার বয়স যখন ৬ বছর আর আমার ভাই তুষারের বয়স তখন ২ বছর তখন হঠাৎ করেই আব্বু মারা যান""। যেহেতু আব্বু নেই"! সেই সুবাদে আমার নানু আমাদের তাদের বাড়ি নিয়ে আসেন""। আর সেই থেকে আমরা তখন থেকে নানাবাড়ি থাকি"! বর্তমানে আমার মা ছাড়া আমার একমাত্র অভিভাবক হচ্ছে "আমার মামা""!! আমার মামা তার পরিবার নিয়ে দুবাই থাকেন"! মামা দেশে এলে ঢাক-ঢোল পিটিয়ে আমার বিয়ে দিবেন""। তাই সাহিল আর আমার বিয়ের শুধু রেজিস্ট্রি করা হয়েছে !!" কিন্তু এখনও ইসলামী নিয়ম মোতাবেক কালিমা পড়িয়ে আমাদের বিয়ে সম্পন্ন করা হয়নি"! অনেকেই ভাবেন রেজিস্ট্রি হল আর তারা বৈধ ভাবে স্বামী স্ত্রী হয়ে গেল""। কিন্তু ব্যাপার টা আদো তা না। কারন সরকারি খাতায় বৈধ স্ত্রী হলেও আল্লহর খাতায় এখনও তা স্বামী আর স্ত্রীর খাতাটাতে শূন্য হয়ে আছে। এজন্য কালিমা ছাড়া বিয়ে বৈধ নয়""! কারন সরকারের আইনের থেকে আল্লহর আইন অনেক বড়""! সেই সূত্রে সাহিল আমার কাছে অন্যান্য পুরুষের মতই পরপুরুষ"'! ! ! আমি : দেখা তো হলো এবার তবে চলে যান""। আমিও বাসায় চলে যাব"! তা না হলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে"""! ! ! সাহিল : তুমিই শুধু এই ধরনের নিষ্ঠুরের মত আচরণ করতে পার""। কোথায় এতদিন পর দেখা। ভালমন্দ কথা বার্তা বলবে ""। তা না শুধু চলে যাবার তারা দিচ্ছো ""। আর শুনুন ম্যাম আপনাকে কোথাও নিয়ে যাবার সাধ্য আমার নাই। তাই আপনি চলেই যাবেন"আটকে রাখবো না""! ! বেচারা সাহিল ""! ওর আর কি দোষ ""। সব দোষ তো আমাদের অভিভাবকদের""! কারন আমাদের বিয়ের রেজিস্ট্রি করছে ঠিকই। কিন্তু বিয়ের কালেমা ঠিকি ঝুলিয়ে রেখেছে"! বিয়ে ঝুলিয়ে রাখার কারনটা বললাম আমার মামা তার সাথে যোগ হয়েছে আবার সাহিলের মামা "! যাহাকে বলে গলার উপর বিষ ফোঁড়া"! দুজনেই প্রবাসী "! তারা দুজন কবে দেশে ফিরবে। তারপর আমাদের আনুষ্ঠানিক ভাবে বিয়ে সম্পূর্ণ হবে"! কি আজব নিয়ম আমাদের সমাজের""। এজন্যই কথায় বলে, যার বিয়ে তার খবর নাই পাড়া পরশীর ঘুম নাই""" ! যাদের বিয়ে তারা হাজির আছে। কিন্তু আত্মীয় স্বজনের অণুপস্থিতির কারনে আমাদের বিয়ে টা আটকে আছে"! ! আজকাল আমাদের সমাজে বিয়েটা এতটা কঠিন হয়েছে বলেই যেনার বাজার দিন দিন বৃদ্ধি পাচ্ছে"! আমি একটা হাদীসে পড়েছিলাম নবী করীম (সাঃ) এক সাহাবী বিয়ে করছেন আর তিনি জানতেন না। সেজন্য সে সময় বিয়েটা অনেক সহজ ছিল আর যেনা করাটা ছিল কঠিন ""! ! আমাদের বর্তমান পরিস্থিতি হচ্ছে সারা দুনিয়ার মানুষকে প্রচার করে অনুষ্ঠান করে দাওয়াত করতে হবে তারপর বিয়ে । এর মাঝে হঠাৎ করে যদি কেউ কোন ফাঁক-ফোকরে বাদ পড়ে যায় তবে যেন আর রক্ষা নেই"! আমি বুঝিনা একটা সম্পর্কের বৈধতার দেবার জন্য দুনিয়ার সব মানুষকে কেন লাগবে""? ! এজন্য আমাদের মত ছেলেমেয়েরা সবুরের অভাবে ধৈর্য হারিয়ে বৈধ জিনিষটাকে অবৈধভাবে ব্যবহার করে "! যেনার দায় ভার অতি সানন্দে নিজের কাধে নিয়ে ঘুরে বেড়ায়"! আর এই যেনার দায় ভার যতটুকু তাদের ততটুকু তাদের অভিভাবকদের"! তাই আমি চাই""। বৈধ আমিটা যেন সাহিলের কাছে অবৈধ ভাবে ব্যবহার না হয়ে যাই"""! ! সাহিল আর আমি হাজার হলেও রক্ত মাংসে গড়া এক মানুষ"! আমি ওর কাছাকাছি থাকলে ওর ইচ্ছে হতেই পারে আমার হাতটা ধরতে"!" আমার আরও কাছাকাছি আসতে ""। কারন আর আমরা দুজনেই যখন বেশি কাছাকাছি আসবো তখনি আমাদের মাঝে তৃতীয় জন হবে শয়তান"! এতে আমাদের যেনা করার আশংকা বেড়ে যাবে"! কথায় বলে না, মোম আর আগুন কাছাকাছি থাকলে মোম গলতে কতক্ষণ"! তেমনি আমরা মেয়েরা হচ্ছি আগুনের শিখার মত। যাদের কাছাকাছি আসতেই ছেলেদের মন মানসিকতা বদলে যায়"! কারন ইবলিশ শয়তান তো এজন্য এতটা কাঠ কয়লা পুড়িয়ে আমাদের পেছন পেছন ঘুরে"বেড়ায়""! !
সাহিল : কিছু তো বলো""! প্লিজ এভাবে চুপ করে থেকো না"! ঠিক আছে কিছু বলতে হবে না "। চলো তোমাকে অটো স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিয়ে আসি""! এখানে তো কোন গাড়ী দেখছি না"'"। ! আমি : না আমি একাই যেতে পারবো"! আকাশে মেঘ করছে "! যখন তখন বৃষ্টি হতে পারে""! আপনি বাইক নিয়ে চলে যান"""। ! কথা বলতে বলতে চারদিক অন্ধকার হয়ে আসছে"! মনে হচ্ছে খুব ঝড় বৃষ্টি হবে"! কিন্তু কি করব তা ভেবে পাচ্ছি না"! এর মাঝে সাহিল আমাকে তার বাইকে উঠার জন্য খুব জোর করছে"""। সাহিল আমাকে আবার ইশারা করে তার পিঠের ব্যাগটা দেখাচ্ছে"! ও আমাকে বোঝাতে চাচ্ছে আমি ওর পিছনে বসলেও ওর সাথে আমার স্বাভাবিক দূরত্ব বজায় থাকবে"! বেচারা আজ পুরা প্রস্তুতি নিয়ে এসেছে আমাকে বাইকে বসাবে বলে"""! ! আমিও ভাবছি কি আর করার"! এখানে কোন গাড়ি নেই""। আর এখানে থাকার চেয়ে সাহিলের সাথে যাওয়া অনেকটা নিরাপদ"! ! আমি খুব সাবধানতা অবলম্বন করে ওর বাইকের পিছনে বসলাম"! সাহিল যথা সম্ভব নিজেকে আর গাড়ীর ব্রেককে সামলে রেখে বাইক চালাচ্ছে"'! কিছুদূর যেতেই শুরু হল তুমুল বৃষ্টি"! বৃষ্টি আমরা দুজনেই ভিজে যাচ্ছি"" ! সাহিল বাইকটাকে নিয়ে রাস্তা থেকে একটু ভিতরের দিকে একটা দোকানের সামনে এনে বাইকটা দাড়া করালো"""! জায়গাটা ভিষন নির্জন""। আশে পাশে এই দোকানটা ছাড়া আর কোন বাড়ি ঘর নেই"""। ঝড় বৃষ্টির আভাস পেয়ে দোকানের লোক টা মনে হয় তার বাড়ি চলে গিয়েছে"! তাই এখানে আমি আর সাহিল ছাড়া আর কেউ নেই"! ! আমি আর সাহিল বৃষ্টিতে বেশ ভিজে গিয়েছি"! আজকাল যখন তখন বৃষ্টি নামে"! আর যখন তখন বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে চলে যায়""। তাই আমি এই বৃষ্টির কারনে আমার ব্যাগে সবসময় ছোট একটা ছাতা আর তোয়ালে রাখি""। যাতে করে অন্ততপক্ষে নিজেকে কিছুটা সামলে নিতে পারি"! আমি সেই তোয়ালে টা বের করে সাহিলেকে এগিয়ে দিলাম""। কিন্তু সে আমার তোয়ালে গ্রহন করলো না। সে তার ছোট হ্যান্ডকার্সিভ দিয়ে মুখ আর মাথাটা হালকা ভাবে" মুছে নিলো"!! ! আমি আমার বোরকার নেকাব টা খুলে মুখটা মুছতেই দেখছি সাহিল আমার দিকে এক পলকে তাকিয়ে আছে"! বেচারা তার প্রেয়শীকে দেখছে""! আমি লজ্জা পেয়ে আমার চোখ সরিয়ে নিলাম"! আমরা দুজনে বেশ দূরত্ব মেনটেইন করে দাড়িয়ে আছি"! এর মাঝে শুরু হলো তুমুল ঝড় আর শিলাবৃষ্টি আবার প্রচুর বজ্রপাত পড়ার শব্দ"! !
জানিনা আল্লহ এ কেমন মুসিবতে ফেললো আমাদের""। আমি ঝড় বৃষ্টি দেখে প্রচুর ভয় পাই!" তাই আমি মনে মনে দোয়া পড়তে লাগলাম""। হঠাৎ এমন এক দূর্ঘটনা ঘটলো "! দুজনেই বেশ চমকে গেলাম""'''









সম্পূর্ণ গল্প পড়তে চান?
সম্পূর্ণ গল্প পড়তে ক্লিক করুন💬 Give Your Review
We value your thoughts. Share your experience with us!

🛒 Make Any Woman Squirting!
Discover the secrets of female pleasure, connection & confidence through science-based learning and real intimacy!
👉 Enroll Now