গল্প কভার

✨ গল্পের নাম: বিয়ে পাগলের গল্প 1,2,3

✍️ By: জেনিন ফেরদৌসী মিষ্টি

🎭 Genre: রোমান্টিক | ইসলামিক | জীবনধর্মী

🔗 শেয়ার করুন:

Facebook Twitter WhatsApp

সম্পূর্ণ গল্প পড়তে চান?

সম্পূর্ণ গল্প পড়তে ক্লিক করুন

বিয়ে পাগলের গল্প

✍️ লেখক: নাহাজুল ইসলাম লাইফ❣

বৈধ_ভালবাসা

পর্ব: #১

গল্পকার : গল্প_বুড়ি_তিলোত্তম

♦ ♦ বাহিরে খুব প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে "! আর এই ঝড় বৃষ্টির রেশ ধরে তার সাথে আমার মান অভিমান চলছে""। তার সাথে আমার মোট চার মাসের আলাপ""! দু মাস হয়ে গেল তার সাথে আমার কোন যোগাযোগ নেই"! আমি ও অভিমান করে তার ফোনে আর কল দেইনি"!! আজ সেই দিনটার কথা খুব মনে পড়ছে"! তিলোত্তমা এই তিলোত্তমা দাড়াও""! আমি কলেজ গেট থেকে বের হয়ে স্ট্যান্ডে এসে গাড়ির খোঁজ করছি""। কিন্তু দুপুরবেলা তো তার উপর আকাশে মেঘ জমছে "! তাই খুব একটা গাড়ির সমাগম এখানে নেই""! আমি আপনা মনে পায়ে হেটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি"" কেউ আমার নামটা চেঁচিয়ে ডাকাতে আমি অবাক হয়ে পিছনে তাকাতেই দেখি বাইকের সামনে দাড়িয়ে আছে এক সুদর্শন যুবক""! মনে মনে বলি এ আবার এখানে কখন এলো""? আমি সাত পাঁচ ভেবে রাস্তার একপাশে দাড়িয়ে পড়লাম"! ছেলেটা : এই তোমাকে এত করে ডাকছি """! আর তুমি কি না আমার ডাকে সারা না দিয়ে একভাবে হেঁটেই চলেছো""

! আমি : তবে কি করব"""? আমি কি জানি আপনি ডাকছেন আমায়""। আর শোনেন কোন পরপুরুষ আমাকে ডাকলেই যে সারা দিতে হবে তার কোন মানে নেই""। ! ছেলেটা : আমি তোমার কাছে এখনও পরপুরুষ""। এই তুমি এই কথাটা না বলেও পারতে"! ! আমি : হুম আপনি তো এখনও আমার কাছে পরপুরুষ ""! আর আমার কলেজের সামনেই বা কি করছেন"? ! ছেলেটা : পৃথিবীতে তুমিই একমাত্র মেয়ে যে কিনা নিজের বরকে পরপুরুষ বলছে""। আমি কলেজের সামনে কি আবার করবো নিজের বউয়ের সাথে দেখা করতে এসেছি""! ! আপনারা ভাবছেন ছেলেটা আমাকে বউ বলে দাবী করছে কেন ""? আর আমি কেন তাকে পরপুরুষ বলে আখ্যায়িত করছি। তবে সব ঘটনা শুনেন"" ! এই ছেলেটার নাম #সাহিল_আহমেদ"! সে আর্মির সিভিল সেকশনের কম্পিউটার ইনঞ্জিনিয়ার""! তার সাথে আমার প্রথম দেখা হয়। আমার মায়ের মামাবাড়িতে"! আমি যখন দুমাস আগে আমার মায়ের সাথে তার মামার বাড়ি বেড়াতে যাই ""। তখন সাহিলও ছুটিতে বাড়ি আসে ""। সাহিল হচ্ছে আমার মায়ের মামাতো ভাইয়ের ছেলে"! আর তখননি এক দেখাতে সাহিল আর ওর দাদা দাদী আমাকে ওর জন্য পছন্দ করেন"! সেখান থেকে শুরু হয় আমাদের বিয়ের তোর জোর"! ! আমার বয়স যখন ৬ বছর আর আমার ভাই তুষারের বয়স তখন ২ বছর তখন হঠাৎ করেই আব্বু মারা যান""। যেহেতু আব্বু নেই"! সেই সুবাদে আমার নানু আমাদের তাদের বাড়ি নিয়ে আসেন""। আর সেই থেকে আমরা তখন থেকে নানাবাড়ি থাকি"! বর্তমানে আমার মা ছাড়া আমার একমাত্র অভিভাবক হচ্ছে "আমার মামা""!! আমার মামা তার পরিবার নিয়ে দুবাই থাকেন"! মামা দেশে এলে ঢাক-ঢোল পিটিয়ে আমার বিয়ে দিবেন""। তাই সাহিল আর আমার বিয়ের শুধু রেজিস্ট্রি করা হয়েছে !!" কিন্তু এখনও ইসলামী নিয়ম মোতাবেক কালিমা পড়িয়ে আমাদের বিয়ে সম্পন্ন করা হয়নি"! অনেকেই ভাবেন রেজিস্ট্রি হল আর তারা বৈধ ভাবে স্বামী স্ত্রী হয়ে গেল""। কিন্তু ব্যাপার টা আদো তা না। কারন সরকারি খাতায় বৈধ স্ত্রী হলেও আল্লহর খাতায় এখনও তা স্বামী আর স্ত্রীর খাতাটাতে শূন্য হয়ে আছে। এজন্য কালিমা ছাড়া বিয়ে বৈধ নয়""! কারন সরকারের আইনের থেকে আল্লহর আইন অনেক বড়""! সেই সূত্রে সাহিল আমার কাছে অন্যান্য পুরুষের মতই পরপুরুষ"'! ! ! আমি : দেখা তো হলো এবার তবে চলে যান""। আমিও বাসায় চলে যাব"! তা না হলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে"""! ! ! সাহিল : তুমিই শুধু এই ধরনের নিষ্ঠুরের মত আচরণ করতে পার""। কোথায় এতদিন পর দেখা। ভালমন্দ কথা বার্তা বলবে ""। তা না শুধু চলে যাবার তারা দিচ্ছো ""। আর শুনুন ম্যাম আপনাকে কোথাও নিয়ে যাবার সাধ্য আমার নাই। তাই আপনি চলেই যাবেন"আটকে রাখবো না""! ! বেচারা সাহিল ""! ওর আর কি দোষ ""। সব দোষ তো আমাদের অভিভাবকদের""! কারন আমাদের বিয়ের রেজিস্ট্রি করছে ঠিকই। কিন্তু বিয়ের কালেমা ঠিকি ঝুলিয়ে রেখেছে"! বিয়ে ঝুলিয়ে রাখার কারনটা বললাম আমার মামা তার সাথে যোগ হয়েছে আবার সাহিলের মামা "! যাহাকে বলে গলার উপর বিষ ফোঁড়া"! দুজনেই প্রবাসী "! তারা দুজন কবে দেশে ফিরবে। তারপর আমাদের আনুষ্ঠানিক ভাবে বিয়ে সম্পূর্ণ হবে"! কি আজব নিয়ম আমাদের সমাজের""। এজন্যই কথায় বলে, যার বিয়ে তার খবর নাই পাড়া পরশীর ঘুম নাই""" ! যাদের বিয়ে তারা হাজির আছে। কিন্তু আত্মীয় স্বজনের অণুপস্থিতির কারনে আমাদের বিয়ে টা আটকে আছে"! ! আজকাল আমাদের সমাজে বিয়েটা এতটা কঠিন হয়েছে বলেই যেনার বাজার দিন দিন বৃদ্ধি পাচ্ছে"! আমি একটা হাদীসে পড়েছিলাম নবী করীম (সাঃ) এক সাহাবী বিয়ে করছেন আর তিনি জানতেন না। সেজন্য সে সময় বিয়েটা অনেক সহজ ছিল আর যেনা করাটা ছিল কঠিন ""! ! আমাদের বর্তমান পরিস্থিতি হচ্ছে সারা দুনিয়ার মানুষকে প্রচার করে অনুষ্ঠান করে দাওয়াত করতে হবে তারপর বিয়ে । এর মাঝে হঠাৎ করে যদি কেউ কোন ফাঁক-ফোকরে বাদ পড়ে যায় তবে যেন আর রক্ষা নেই"! আমি বুঝিনা একটা সম্পর্কের বৈধতার দেবার জন্য দুনিয়ার সব মানুষকে কেন লাগবে""? ! এজন্য আমাদের মত ছেলেমেয়েরা সবুরের অভাবে ধৈর্য হারিয়ে বৈধ জিনিষটাকে অবৈধভাবে ব্যবহার করে "! যেনার দায় ভার অতি সানন্দে নিজের কাধে নিয়ে ঘুরে বেড়ায়"! আর এই যেনার দায় ভার যতটুকু তাদের ততটুকু তাদের অভিভাবকদের"! তাই আমি চাই""। বৈধ আমিটা যেন সাহিলের কাছে অবৈধ ভাবে ব্যবহার না হয়ে যাই"""! ! সাহিল আর আমি হাজার হলেও রক্ত মাংসে গড়া এক মানুষ"! আমি ওর কাছাকাছি থাকলে ওর ইচ্ছে হতেই পারে আমার হাতটা ধরতে"!" আমার আরও কাছাকাছি আসতে ""। কারন আর আমরা দুজনেই যখন বেশি কাছাকাছি আসবো তখনি আমাদের মাঝে তৃতীয় জন হবে শয়তান"! এতে আমাদের যেনা করার আশংকা বেড়ে যাবে"! কথায় বলে না, মোম আর আগুন কাছাকাছি থাকলে মোম গলতে কতক্ষণ"! তেমনি আমরা মেয়েরা হচ্ছি আগুনের শিখার মত। যাদের কাছাকাছি আসতেই ছেলেদের মন মানসিকতা বদলে যায়"! কারন ইবলিশ শয়তান তো এজন্য এতটা কাঠ কয়লা পুড়িয়ে আমাদের পেছন পেছন ঘুরে"বেড়ায়""! !

সাহিল : কিছু তো বলো""! প্লিজ এভাবে চুপ করে থেকো না"! ঠিক আছে কিছু বলতে হবে না "। চলো তোমাকে অটো স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিয়ে আসি""! এখানে তো কোন গাড়ী দেখছি না"'"। ! আমি : না আমি একাই যেতে পারবো"! আকাশে মেঘ করছে "! যখন তখন বৃষ্টি হতে পারে""! আপনি বাইক নিয়ে চলে যান"""। ! কথা বলতে বলতে চারদিক অন্ধকার হয়ে আসছে"! মনে হচ্ছে খুব ঝড় বৃষ্টি হবে"! কিন্তু কি করব তা ভেবে পাচ্ছি না"! এর মাঝে সাহিল আমাকে তার বাইকে উঠার জন্য খুব জোর করছে"""। সাহিল আমাকে আবার ইশারা করে তার পিঠের ব্যাগটা দেখাচ্ছে"! ও আমাকে বোঝাতে চাচ্ছে আমি ওর পিছনে বসলেও ওর সাথে আমার স্বাভাবিক দূরত্ব বজায় থাকবে"! বেচারা আজ পুরা প্রস্তুতি নিয়ে এসেছে আমাকে বাইকে বসাবে বলে"""! ! আমিও ভাবছি কি আর করার"! এখানে কোন গাড়ি নেই""। আর এখানে থাকার চেয়ে সাহিলের সাথে যাওয়া অনেকটা নিরাপদ"! ! আমি খুব সাবধানতা অবলম্বন করে ওর বাইকের পিছনে বসলাম"! সাহিল যথা সম্ভব নিজেকে আর গাড়ীর ব্রেককে সামলে রেখে বাইক চালাচ্ছে"'! কিছুদূর যেতেই শুরু হল তুমুল বৃষ্টি"! বৃষ্টি আমরা দুজনেই ভিজে যাচ্ছি"" ! সাহিল বাইকটাকে নিয়ে রাস্তা থেকে একটু ভিতরের দিকে একটা দোকানের সামনে এনে বাইকটা দাড়া করালো"""! জায়গাটা ভিষন নির্জন""। আশে পাশে এই দোকানটা ছাড়া আর কোন বাড়ি ঘর নেই"""। ঝড় বৃষ্টির আভাস পেয়ে দোকানের লোক টা মনে হয় তার বাড়ি চলে গিয়েছে"! তাই এখানে আমি আর সাহিল ছাড়া আর কেউ নেই"! ! আমি আর সাহিল বৃষ্টিতে বেশ ভিজে গিয়েছি"! আজকাল যখন তখন বৃষ্টি নামে"! আর যখন তখন বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে চলে যায়""। তাই আমি এই বৃষ্টির কারনে আমার ব্যাগে সবসময় ছোট একটা ছাতা আর তোয়ালে রাখি""। যাতে করে অন্ততপক্ষে নিজেকে কিছুটা সামলে নিতে পারি"! আমি সেই তোয়ালে টা বের করে সাহিলেকে এগিয়ে দিলাম""। কিন্তু সে আমার তোয়ালে গ্রহন করলো না। সে তার ছোট হ্যান্ডকার্সিভ দিয়ে মুখ আর মাথাটা হালকা ভাবে" মুছে নিলো"!! ! আমি আমার বোরকার নেকাব টা খুলে মুখটা মুছতেই দেখছি সাহিল আমার দিকে এক পলকে তাকিয়ে আছে"! বেচারা তার প্রেয়শীকে দেখছে""! আমি লজ্জা পেয়ে আমার চোখ সরিয়ে নিলাম"! আমরা দুজনে বেশ দূরত্ব মেনটেইন করে দাড়িয়ে আছি"! এর মাঝে শুরু হলো তুমুল ঝড় আর শিলাবৃষ্টি আবার প্রচুর বজ্রপাত পড়ার শব্দ"! !

জানিনা আল্লহ এ কেমন মুসিবতে ফেললো আমাদের""। আমি ঝড় বৃষ্টি দেখে প্রচুর ভয় পাই!" তাই আমি মনে মনে দোয়া পড়তে লাগলাম""। হঠাৎ এমন এক দূর্ঘটনা ঘটলো "! দুজনেই বেশ চমকে গেলাম""'''

বৈধ_ভালবাসা
পর্ব : ২
গল্পকার : গল্প_বুড়ি_তিলোত্তমা
♦
♦
জানিনা আল্লহ এ কেমন মুসিবতে ফেললো আমাদের””। আমি ঝড় বৃষ্টি দেখে প্রচুর ভয় পাই!” তাই আমি মনে মনে দোয়া পড়তে লাগলাম””।
হঠাৎ এমন এক দূর্ঘটনা ঘটলো “! দুজনেই বেশ চমকে গেলাম”””’
!
আমাদের সামনেই বড় একটা গাছ ভেঙ্গে পড়লো””! গাছটা একটুর জন্য মনে হয় আমাদের উপরে পরেনি””। কারন আল্লহর অশেষ রহমত যে গাছটা দোকানের ছাউনির উপরে পরলে আজ আমাদের দিনটা অন্যরকম হত””! তার উপর আবার আমাদের আশে পাশেই কোথায় যেন বজ্রপাত পড়লো””। বিকট শব্দে দুজনেই কেঁপে উঠলাম””। জানিনা আজ আল্লহ আমাদের জন্য কি নির্ধারণ করে রেখেছেন””?
!
সাহিল এমন অবস্থা দেখে সে ভয়ে আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারিনি””! ওনি এসে আমাকে জড়িয়ে ধরলো””! সাহিল ভেবেছে আমি অনেক ভয় পেয়েছি “”! আমিও সাময়িক ভাবে সাহিলকে নিজের নিরাপদ আশ্রয় ভেবে নিয়েছি”””!
কিছুক্ষণ পর আমার ভয়টা কেটে যাওয়াতে আমি সাহিলকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেই””! আমার এমন আচারণ দেখে সাহিল আমার দিকে বিষ্ময় দৃষ্টিতে তাকায়””!
!
আমি মাটির দিকে তাকিয়ে নিজে নিজের উপর রাগ করছি।
যে আমি কোনদিন কোন ছেলের সাথে হাতে মেলাইনি। আর আজ সেই আমি নাকি কোন ছেলেকে জড়িয়ে ধরেছি”! আজ আমি এটা কি করে করতে পারলাম”” ? আমি যেন আজ নিজেই নিজের কাছে ছোট হয়ে গেলাম”!
!
কারন যেখানে একজন নারী সুগন্ধি ব্যবহার করার জন্য যেনাকারী হিসেবে গণ্য হয়”! আর আমি ওনার সাথে কি না””! আমি আর ভাবতে পারছি না”!
সাহিল আমার দিকে এগিয়ে আসছে “! এগিয়ে এসে আমার গালে আলতো করে হাত রেখে বলছে””!
!
সাহিল : কি হল তোমার”‘?
আমি : প্লিজ আপনি আমাকে একদম স্পর্শ করবেন না”!
সাহিল : হঠাৎ এমন করছো কেন””?
!
আমি : আমি ঠিক আছি””!
!
সাহিল : বেশি ভয় পেয়েছো তুমি””?
!
আমি : হ্যা আমি ভয় পেয়েছি ‘”! আল্লহর শাস্তির কথা মনে করে আর শয়তানের কুমন্ত্রণা দেখে””!
কারণ আল্লহ বলছেন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু””!
!
সাহিল : আমি তোমাকে কেন স্পর্শ করতে পারবো না”? এখানে শয়তানের কুমন্ত্রণার কি হল””?
!
আমি : আপনি এইটুকু কথা বুঝলে তো আর আমাকে এই দিন দেখতে হত না””।
!
সাহিল : মানে তুমি কি বলতে চাও””? তোমাকে স্পর্শ করাটা কি আমার অপরাধ”””?
!
আমি : হুম অবশ্যই আপরাধ””। শুধু আমার কাছে নয় আল্লহর কাছেও”!
!
সাহিল : আমার অন্যান্য বন্ধুরা তার গার্লফেন্ডের সাথে যেটুকু ফ্রী “ভাবে আচারণ করে””! তুমি আমার বউ হবার পরেও আমি তোমার সাথে ততটুকু ফ্রী ভাবে আচারণ কখনও করিনি “! তারপরও” তুমি” এ কেমন কথা””বলছো””?
!
আমি : আপনি ভাল ভাবে জানেন আমি কেমন”! আপনাকে এক কথা আমি কত বার বলবো””! আমি এখনও আপনার বউ হইনি””! আমি শুধু আপনার বাগদত্তা “! আর বাগদত্তা কোনদিন বউ হয় না””! ধর্মীয় নিয়ম মেনে বিয়ে করলেই বউ হয়”! ইসলামী মতে কোন কাগজে কলমে সই করলেই কেউ স্বামী স্ত্রী হয় না””!
!
সাহিল : তবে তুমি কি আমাদের বিয়েটাকে মেনে নিচ্ছো না””? তুমি ঠিক কি চাইছো””? আমি সবসময় তোমাকে আর তোমার কথাকে প্রাধাণ্য দিয়েছি””! আর তুমি কি করছো”‘?
!
সাহিলের কথা শুনে আমি চমকে গেলাম”! মনে হচ্ছে বাহিরের ঝড়ের চেয়ে আমার মনের মাঝে বেশি ঝড় তুফান চলেছে””! আমার ভিতরের সব কিছুকে যেন ভেঙ্গে চুরমার করে দিচ্ছে”! ওনি এসব কি বলছে””? ওনাকে এত বুঝিয়েও আমি তাকে বুঝাতে ব্যর্থ হলাম”‘? ওনি কেন বুঝতে পারছেনা””!
বিয়ের আগে এভাবে চলার মানে হচ্ছে শয়তানের ফাঁদে পা দেয়া”!
!
হাদীসে এসেছে, যখন কোন বালেগ নর-নারী মাহারাম ছাড়া নির্জনে একাকী কথা বলে “! সেখানে তৃতীয় জন থাকে শয়তান “”! আর শয়তান সেই পর্যন্ত সেখান থেকে প্রস্থান করে না””। যে পর্যন্ত তারা কোন খারাপ কাজে লিপ্ত না হয়””!
!
আর আমরা সেই শয়তানের পাতা ফাঁদে পা দিতে চলছিলাম””! আমার মুখ থেকে কোন কথা বের হচ্ছে না””! আমার চোখ থেকে শুধু অঝরে পানি ঝরছে”!
!
সাহিল : আজ তুমি চুপ করে থাকলে হবে না”! আমি আমার উত্তর না নিয়ে যাবো না””! আজ তোমাকে কিছু বলতেই হবে”! আর এভাবে কতদিন চলবো আমি””।
!
সাহিলের চোখে মুখে রাগের ছাপ দেখতে পারছি””! আজ মনে হয় ওনার ইগোতে লেগেছে””! তাই তিনি আমার সাথে এভাবে কথা বলছে”! আমি মনে মনে বারবার লা- হাওলা ওয়া লা- কুয়াত্বা পড়ছি”! আমরা দুজনে শয়তানের জালে খুব খারাপ ভাবে ফেঁসে গিয়েছি”। কারন শয়তানের কুমন্ত্রণায় ঈমানদ্বারদের ও ধোঁকা দিয়ে দেয়”!
আর আমরা তো সাধারণ মানুষ”””!
তাই ভাবছি আজ আমি সাহিলকে সব কথা পরিষ্কার করে জানিয়ে দিব””।
!
বাহিরে ঝড় থেমে গিয়েছে”””। কিন্তু এখনও বৃষ্টি পড়ছে””! আমি আমার চোখের পানি মুছতে মুছতে সাহিলকে বললাম””
!
আমি : আপনার সব প্রশ্নের উত্তর আমি আজ দিব””। আপনি শুধু আজ শেষবারের মত আমার কথা শুনবেন”! তারপর আপনাকে আর কোনদিন কোন কথা শুনতে বাধ্য করবো না””!
!
সাহিল : ঠিক আছে “”! আমিও জানতে চাই আমায় থেকে দূরে থাকার কারন””কি'”?
!
আমি : আপনি বলেছেন আপনার বন্ধুরা তাদের সাধারন বান্ধুবীদের সাথে যতটুকু স্বাভাবিক আচারন করে। আমি আপনার সাথে ততটুকু আচারণও করি না””কেন”? উত্তর টা হচ্ছে, আপনার বন্ধুরা তাদের বান্ধুবীদের নিজের বউ ভাবে না”! আর আপনি আমাকে আপনার বউ ভাবেন””। তাই যুক্তিসংগত কারণে আপনি আমার সাথে বেশি ক্লোজ হতে চাইবেন””। আর যখনি আপনি আমার সাথে ক্লোজ হতে চাইবেন ””। আমরা তখনি নিজেদের পবিত্রাকে নষ্ট করে ফেলবো”! কারন শয়তান আমাদের কুমন্ত্রণা দিবে”! কদিন পর তো আমরা স্বামী স্ত্রী হতে চলেছি”! তবে অবাধে মিশতে অসুবিধে কি”? এজন্য আমি আপনাকে এড়িয়ে চলতে চাই”!
কারন বিয়ের আগে প্রেম করা হারাম”!
এইটুকু সময়ে আপনি আর আমি নিজেদের সংযত রাখতে পারিনি””।
তবে অন্যান্য সময় আমরা কি করব””? বলতে পারেন””?
!
সাহিল : প্রেম হচ্ছে পবিত্র “”! তবে প্রেম কি করে হারাম হয়””এনসার মি “”?
!
আমি : প্রেম অবশ্যই পবিত্র “! তবে সে প্রেম কোন সাধারণ নারী পুরুষের প্রেম নয়”! পবিত্র প্রেম একমাত্র স্বামী আর স্ত্রীর মাঝেই সীমাবদ্ধ থাকে “”! কারন আল্লহ তায়ালা একজন নারী আর পুরুষের জন্য এই পৃথিবীতে স্বামী আর স্ত্রীকে বৈধ বলে ঘোষণা করেছেন””।
আর আধুনিকতার নামে যারা প্রেম পবিত্র বলে নারী পুরুষের মাঝে প্রেম নামের সম্পর্ক স্থাপন করে “! আসলে তারা আধুনিকতার নামে বর্বরতা করছে!” আর ধর্মের নামে অপ্রচার করছে”! আর তারা শয়তানের দাসত্ব করছে”!
যদি স্বামী বা স্ত্রী ছাড়া অন্যদের প্রেম বৈধ হত””! তবে পরকালে জান্নাতে স্বামী স্ত্রী না থেকে প্রেমিক আর প্রেমিকারা থাকত””!
আমি আজ আপনাকে অনেকগুলো কথা বললাম””! জানি না আমি আপনাকে কতটুকু বুঝাতে পেরেছি””!
!
সাহিল থ মেরে দাড়িয়ে আছে “! ভাবছে এই সামান্য কারনে আমি এতটা রিএ্যাক্ট করছি”! কিন্তু আমার কিছুই করার নাই”! নিজের নফসের কাছে জয়ী হতে গেলে আমাকে কোঠর হতেই হবে”!” কারন আমি দিনদিন সাহিলের প্রতি দূর্বল হয়ে যাচ্ছি”!!
তাই আমি মনে খুব জোর নিয়ে সাহিলকে কথাগুলো বললাম”!!
!
আপনাকে সর্বশেষ একটা কথাই বলতে চাই”! যে পর্যন্ত আপনার সাথে আমার ইসলামী নিয়ম অনুসারে বিয়ে না হবে””! সে পর্যন্ত আপনি আমার সাথে আর দেখা করতে আসবেন না”!
!
সাহিলকে কথাটা বলে নিজের বুকে নিজেই পাথর চাপা দিচ্ছি”! কারন সাহিলের মাঝে আমি সবুরের সব অভাব দেখতে পারছি”! যার ফলে আমরা দুজন ভূল পথে ধাবিত হতে পারি”!
!
সাহিল : এটাই যদি তোমার শেষ কথা হয়”! তবে শুনে রাখো আমিও তোমার কাছ থেকে দুমাস সময় নিচ্ছি “!! এই দুমাসের মধ্যে তোমাকে বউ বানিয়ে আমার বৈধ তুমি করতে পারব””। তারপর সেই দিন তোমার সামনে এসে দাড়াব”! দিস ইজ মাই প্রমিজ'”
!
সাহিল আমাকে একটা সি.এন.জি তে তুলে দিয়ে। নিজে রাগে গজগজ করতে করতে চলে গেল””! রাগে আর কষ্টে ওনার চোখমুখ লাল হয়ে গিয়েছে””! তারপরও আমি পিছু ডাকলাম না”!
আমি শুধু সেদিন আল্লহর এই দোয়া করেছি, আল্লহ তাকে যেন সুস্থ রাখেন আর তাকে সঠিক বুঝ বুঝার তৌফিক দান করেন””!
!
সে দিন সারারাত নির্ঘুম রাত্রি যাপন করেছি”! দু চোখের পাতা এক করতে পারিনি”! সারারাত ভেবে চলেছিলাম কেন এমনটা হলো””? ভেবে চলেছিলাম আমাদের চারপাশের পারিপার্শ্বিক অবস্থার কথা””।
!
এসব আমাদের আধুনিকতার পরিণাম”! কেননা আজকাল ছেলেমেয়েরা হারাম প্রেমের সম্পর্কে পড়ে নিজেরা স্বামী স্ত্রীর মত জীবনযাপন করছে””। আবার বর্বর কিছু লোক সে সম্পর্কের নাম দিয়েছে ভালবাসার সম্পর্ক”!
সম্পর্ক যদি ভালবাসার হত”? তবে সেখানে অবাধ যৌনতা ঠাঁই পেত না”! আর বিয়ের রেজিস্ট্রি করা মানেই তো সমাজের লোক গুলো বিয়ের বৈধতা দিয়ে দিয়েছে “”! কত লোকজন যে এই অবৈধ বিয়ের ফাঁদে পরে নিজেদের যেনার দিকে ধাবিত করে আবার সন্তান জন্মদান করছে তা আল্লহ মালুম””।
!
আল্লহর অশেষ রহমতে আমি এই ফাঁদ সম্পর্কে অনেক আগেই জানতে পেরেছি””।
কিন্তু আমি জেনে বুঝেও কিছুই করতে পারিনি
আমি এই রেজিস্ট্রি ম্যারিজে একদম রাজি ছিলাম না “! কারন এটা কোন বিয়ে না “”। এটা যাস্ট সরকারের কাছে বিয়ের প্রমাণ পত্র স্বরূপ”! যদি বলতে যেতাম আমি রেজিস্ট্রি ম্যারিজ না করে কালিমা পড়ে বিয়ে করবো”! তবে সবাই আমার নাম দিত বিয়ে পাগল মেয়ে””। সমাজের রূপ কতটা অদ্ভূত”! বিয়ে না করে বিয়ের বৈধতা পায়”। আর বৈধ বিয়ের আবেদন করলে ছেলেমেয়েরা বিয়ে পাগল হয়ে যায়””।
বিয়ে করার জন্য বয়স টা খুব গুরুত্বপূর্ণ “! কিন্তু প্রেম আর অবৈধ সম্পর্ক গড়ার জন্য বয়সসীমা প্রযোজ্য না””! এই সব মনগড়া নিয়মের জন্য আমরা দিনদিন যেনার দিকে ধাবিত হয়ে চলছি'”!
!
যেখানে আল্লহ বলছেন, যেনা তো দূরের কথা তোমরা যেনার নিকটবর্তী হইনা”!
!
আর সেখানে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা আমাদের অবাধ যৌনতা আর যেনার দিকে ধাবিত করছে””।
আগের যুগেই ভাল ছিল “”! আমার দাদা -দাদী, নানা – নানী তাদের যুগে বিয়ের সময় এমন কোন চুক্তিপত্র ছিলনা”। তাদের সময় ছিল বিশ্বাস””! সামর্থ্য অনুযায়ী দেনমোহর ধরা হত”” । দেন মোহর পরিশোধ করে কালিমা পড়ানো হত””। তারা বৈধ ভাবে বিবাহিত জীবন উপভোগ করত””!
কারন দেনমোহর পরিশোধ না করে স্ত্রী গ্রহন বৈধ হয় না””। মাফ চেয়ে নেওয়া পরে দেয়া এসব গুলো ভ্রান্ত মতবাদ””!
!
আল্লহ তায়ালা বলেছেন, তোমরা স্ত্রীদের মোহর দাও খুশি মনে””। তারা যদি খুশি মনে তা থেকে অংশ ছেড়ে দেয়। তবে তোমরা তা স্বাচ্ছন্দ্যে গ্রহন কর”‘। (সূরা নিসা -৪)
!
অনেকেই এই আয়াতের অপব্যাখ্যা করে দেনমোহর মাফ চেয়ে নেন”! কিন্তু আল্লহ তায়ালা প্রথমে বলছেন, তোমরা স্ত্রীদের দাও তারপর সে যদি তা থেকে তোমারদের দেও তবে তোমরা তা ভোগ করতে পারবে””!
!
আজকাল তো আবার দেনমোহর নিয়েও চলছে সার্কাস””আর প্রতিযোগিতা ।
যার যত দেনমোহর সে মেয়ে তো তত বেশি ডিমান্ডডেবল””।
কিন্তু কথায় বলে,
বাকির ১৬ আনাই ফাঁকি
নগদের ৮ আনা তাই হলো সোনাদানা “”
!
আবার অনেকে মনে করেন বেশি দেনমোহর মানে বিয়ের সিক্যুরেটি””। এত দেন মোহর দিতেও পারবে না সহজে বিয়ে ভাঙ্গতেও পারবে না””!
আমার এসব সার্কাস দেখে হাসি পায়”””। তাই তো নিজের কাবিননামায় দেনমোহরের ব্যাপারে আমি প্রতিবাদ করেছিলাম””। আমার মামা ১০ লক্ষ টাকার নিচে দেনমোহর মেনে নিবেন না””। আমি আমার মাকে বলেছিলাম আমি কি কোরবানির গরু যে আমার দামদর করা হচ্ছে””। আমি কারো ঘরের নিলামে কেনা শোপিচ হব না”””। আমি কার ঘরের সামর্থ্য অনুযায়ী বৈধ স্ত্রী হয়ে থাকতে চাই”””। আমার এই কথার জন্য কত না কি হয়ে গেল””। তাই আর সেদিন কালিমা পড়ানোর ব্যাপারে আর কিছু বলতে পারিনি”! অশেষে দেনমোহর ধার্য্য হল ১০০০০১ টাকা””।
!
আমি আর ভাবতে পারছি না”! মনে হয় পাগল হয়ে যাবো””। কবে যে আল্লহ এই পেরেশানীর অবসান করবেন”””। সেদিন থেকে সাহিল আর কোনদিন আমার সামনে আসেনি”! আমাকে ফোনও করেনি”! মাঝে মাঝে আম্মুর আর তুষারের সাথে কথা বলে ফোন রেখে দেয়”!!
আমিও তুষারের কাছে থেকেই খোঁজখবর নিই”!
শুনেছি সাহিল নাকি দুমাসে একবারও বাড়ি আসেনি”! মনে মনে আল্লহকে বলছি, মনে সব যন্ত্রণা অবসাধগুলো বৃষ্টির জল দিয়ে ধুঁয়ে মুছে পরিষ্কার করে দাও”!
এত যাতনা আর সহ্য হয় না আমার প্রভু”!
বৃষ্টি কমে এসেছে”””।
আজ জুমাবার “”। আযান পড়েছে”! আমি নামায পড়ে দোয়া দরূদ পড়লাম”! তারপর সূরা কাহাফ পড়লাম”! কারন হাদীসে বর্ণীত আছে জুমআর দিন সূরা কাহাফ পাঠ করলে দাজ্জালের ফেৎনা থেকে পরিত্রাণ পাওয়া যাবে” ! আমার কোরআন পড়া শেষ করতেই আম্মু আমার পাশে এসে আমাকে জিজ্ঞেস করলো”””’
বৈধ_ভালবাসা
পর্ব : ৩
গল্পকার : গল্প_বুড়ি তিলোত্তমা
♦
♦
বৃষ্টি কমে এসেছে”””।
আজ জুমাবার “”। আযান পড়েছে”! আমি নামায পড়ে দোয়া দরূদ পড়লাম”! তারপর সূরা কাহাফ পড়লাম”! কারন হাদীসে বর্ণীত আছে জুমআর দিন সূরা কাহাফ পাঠ করলে দাজ্জালের ফেৎনা থেকে পরিত্রাণ পাওয়া যাবে” ! আমার কোরআন পড়া শেষ করতেই আম্মু আমার পাশে এসে আমাকে জিজ্ঞেস করলো”””’
আম্মু : মা মিষ্টি একটা কথা বলবো তোকে””?
!
আমি : আম্মু কি বলবে বল”! এতে আবার জিজ্ঞেস করার কি আছে””!
!
আম্মু : জানিনা কথাটা আমার জিজ্ঞেস করা ঠিক হবে কি না। তারপর ও আমি জিজ্ঞেস না করে থাকতে পারছি না। হাজার হলেও মায়ের মন তো “””!
আচ্ছা মা বল তো তোর আর সাহিলের মাঝে কি হয়েছে””?
!
আমি আম্মুকে কি উত্তর দিব ভেবে পাচ্ছিনা “! কারন আম্মুকে কি করে বলবো ওর সাথে আমার সাথে দেখা করা নিয়ে মান অভিমান চলছে “! তারপর ও আম্মুকে সত্যিই বলতে হবে। মিথ্যা বলাটা আমি পছন্দ করি না” আর আম্মুকে আমি মিথ্যা বলতেও পারবো না”””? কারণ সন্তানের জীবনে অন্যান্য মায়েরা যে ভূমিকা পালন করে তার থেকে আমাদের প্রতি আমার মায়ের ভূমিকা একটু বেশি।
কারন সেই সব মায়েরা তাদের স্বামী সাপোর্ট পেয়েছে। কিন্তু আমার মায়ের তো সে সাপোর্ট টা ছিল না'”।
আমি আম্মুকে জড়িয়ে ধরলাম”! আম্মুর চোখের পানিগুলো ছলছল করছে। মনে হচ্ছে যেন যেকোন সময় গড়িয়ে পরবে”!’কারন আমরা দুই ভাইবোন হচ্ছি আম্মুর জান”! আমাদের জীবনে কোন কষ্টের ছায়া দেখতে পেলে আম্মু নিজেকে ঠিক সামলে নিতে পারে না”! আম্মু আমাদের জন্য তার জীবনের অনেক কঠিন সময় পার করছে।
!
আব্বু যখন মারা গিয়েছেল তখন আম্মুর বয়স সবে ২৭ শে পা রাখছে। আম্মুর যখন ১৬ তখন আব্বুর সাথে আম্মুর বিয়ে হয় “! আম্মুর বিয়ের তিন মাস না যেতেই আমি কনসিভ করি”!
আমার আম্মু অল্প বয়সেই মা হয়”! আর অল্প বয়সেই বিধবা হন “! আম্মুকে সবাই দ্বিতীয় বার বিয়ের পিড়িতে বসতে বলছে “! কিন্তু আম্মু রাজি হননি”!
মামা আম্মুকে বলেছিল আমাদের সব দ্বায়িত্ব মামা নিবেন””। আম্মুকে একবারও পিছনে ফিরে তাকাতে হবে না”!
আম্মু তখন মামাকে বলছিল, আমি আমার সন্তান জন্য যে বিয়ে করছি না তোকে কে বললো”!
মামা বিস্মিত হয়ে আম্মুর দিকে তাকিয়ে বলেছিল, তবে কি কারন রে আপা””
আম্মু বলেছিল, আমি একটা হাদীসে পড়েছি নবীজির এক সাহাবী জিহাদে যাওয়ার সময় তার স্ত্রীকে বলেছিল, আমি যদি শহীদ হই”! তবে তুমি দ্বিতীয় বিবাহ করো না। যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও”!
কারন নারীরা তার শেষ স্বামীর সাথে জান্নাতে থাকবে”!
!
আর আমি জানি না জান্নাত আমার কপালে নসীব হবে কি না”! কিন্তু আল্লহ যদি আমাদের ক্ষমা করেন তবে মিষ্টির আব্বুর সাথেই জান্নাতে থাকতে চাই”!
যার সাথে ইহকাল পরকাল থাকার চিন্তা করেছি। তার আমানত ( আমি আর তুষার) আমি কি করে অন্যের হাতে তুলে দিবো ভাবতে পারিস”!
আমানতের খিয়ানত করা মুনাফিকের লক্ষণ”! আর মুনাফিকের স্থান জাহান্নামেন নিম্ন স্তরে”!
মিষ্টি আর তুষার হচ্ছে তার ভালবাসার চিহ্ন স্বরূপ আমানত “! আমি কি করে ওদের আমার জীবন থেকে আলাদা করতে পারি”বলতে পারিস”!
তাই আমি দ্বিতীয় বিয়ের কথা চিন্তাও করতে পারি না। আর তোরা আমাকে এই কথা আর দ্বিতীয় দিন বলবি না।
সেদিনের পর থেকে আম্মুকে কেউ আর দ্বিতীয় বিয়ের কথা বলেনি””!
!
এমনি আব্বু আর আমাদের প্রতি আম্মুর ভালবাসা”! তবে কি করে সেই মাকে কষ্ট পেতে দেখি”! যে আমাদের জন্য তার জীবনের সুন্দর মুহূর্তগুলোকে কোরবানি করলো”! আজ সেই মা কোন না কোন কারণে আমার জন্য কষ্ট পাচ্ছে”!
আমি আম্মুকে খুব স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করলাম””
!
আমি : আম্মু কেন সাহিল তোমাকে কিছু বলছে নাকি “?
!
আম্মু : না সাহিল কি বলবে””! ও আজকাল আমাকে তুষারকে দিনে কয়েকবার কর ফোন করছে”! আর বারবার তোর কথা জিজ্ঞেস করে। কিন্তু তোকে ফোন দিতে চাইলে কথা বলতে চায় না”! কেন “”?
!
আমি : ওহ্ আম্মু এই কথা। আমি তাকে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছি। বিয়ের আগে তার সাথে আমার কোন দেখা বা কথা নেই””।
কারন তুমি তো জানো””! আমাদের এভাবে দেখা করাটা ইসলাম সম্মতি দেন না। আর ঠিক একথাগুলো আমি সাহিলকে বলছি”! এজন্য হয়তবা আমার সাথে কথা বলে না”! আম্মু তুমি টেনশন করো না””! সব ঠিক আছে””!
!
আম্মু : কি করে সব ঠিক আছে”! আমি জানি কিছুই ঠিক নেই
তোর আব্বুকে আল্লাহ বাঁচিয়ে রাখলে আজ হয়তবা আমাদের এমন দিন দেখতে হত না”!
!
আমি : আম্মু তুমি এমন কথা কেন বলছো””?
!
আম্মু : এমন কথা বলার কারন আছে। আমি শুধু তোর মা না তোর সব থেকে কাছের বন্ধুও আমি “।
তোর আব্বু থাকলে কখনও এমনভাবে বিয়েটা মাঝ পথে আটকে রাখতো না”! তোর আব্বু নেই বলেই তোর মামার উপর কোন কথা আমি বলতে পারিনি”!
বিয়েটা আটকে থাকায় তোদের মাঝে দূরত্ব বাড়ছে”!
দূরত্ব থেকে তোদের মাঝে নানা রকমের ঝামেলার সৃষ্টি হচ্ছে””।
!
এজন্যই বলছি, তোদের বিয়েটা এভাবে মাঝামাঝি ঝুলিয়ে রাখা ঠিক হয়নি”!
তোরা দুজনেই বালেগ হয়েছিস”! তোদের যথেষ্ট বিয়ের বয়স হয়েছে”! এভাবে তোদের মাঝে দেয়াল তুলে রাখাটা ঠিক হয়নি রে মা।
কারন মানুষ যত তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তত তার যেনা ব্যভিচার করার প্রবণতা কমে যায়””!
একমাত্র বিয়ের মাধ্যমেই যেনা ব্যভিচার থেকে রক্ষা পাওয়া যায়”!
!
আমি আম্মুর কথাগুলো শুনে অবাক হলাম”! আম্মু কি মনে মনে ভাবছে নাকি আমি আর সাহিল বিয়ে পাগল হয়ে গিয়েছি”””? তা না হলে আম্মু হঠাৎ আজ এমন কথা কেন বলছে”?
!
আমি : আম্মু তুমি এসব কি বলছো”‘? জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে। আর যতদিন তোমার ঘর থেকে আমার রিযিক শেষ না হবে ততদিন আমি কি করে শ্বশুড়বাড়ি যাবো”বল তো”‘!
!
আম্মু : হুম তা তো ঠিক'”! তবুও চিন্তা হয় রে মা”! জানিস বড় মামা ( সাহিলের দাদা) ফোন দিয়েছিল””। তার শরীর নাকি বেশি ভাল না।
!
আমি : নানাজ্বীর শরীর ভাল না “! আম্মু এ কথা তো মা ( সাহিলের মা) একবারও বললো না “আমায় ! কি হয়েছে নানাজ্বীর “‘?
!
আম্মু : মামার বয়স হয়েছে “! এখন শরীর আর কত ভাল থাকবে “! তাই তোদের বিয়ে নিয়ে মামা আর দেরি করতে চাচ্ছে না”! মামা বললো তার নাতবৌ সে তাড়াতাড়ি ঘরে তুলতে চায়””! আমি মামার কথা শুনে খুব খুশি”‘”।
!
আমি : কি বলছো এসব “”! তবে দুই মামার কি হবে”‘? যাদের জন্যই এত কিছু “”! তারাই যদি না থাকে তবে আর কি “‘?
!
আম্মু : আমি মামাকে বলছিলাম”! তোর আর সাহিলের মামার কথা””! মামা কি বললো জানিস””?
!
আমি : নানাজ্বী কি বললো আম্মু””?
!
আম্মু : কি আবার বলবে “”। বললো ওদের আশায় থাকলে আমার ভাগ্যে আর নাতবৌ মুখ দেখা আল্লাহ কপালে রাখবে কি না সন্দেহ”! এরা গত ৩ বছর ধরে প্রতিমাসে দুইবার করে আসার ডেট করছে “! কিন্তু এখনও আসতে পারিনি””।
!
আমি : আম্মু যাই বলোনা কেন”? নানাজ্বী একথা একদম সত্যি বলছে। মামা তিন বছরে কতবার আসার ডেট করলো আল্লাহ জানে”! সাহিল তো বলে যে, তোমার মামা আর মামা যেদিন বিদেশ থেকে বাড়িতে আসবে যেদিন বিশ্বাস করবো তারা এসেছে”! যদি শুনি এয়ারপোর্টে এসেছে তবুও এদের বিশ্বাস নেই”। বলা যায় না এরা আবার পরের ফ্লাইটে আবার চলে যায় কি না”।
!
আম্মু আমার কথা শুনে খুব হাসছে””। আর বলছে নানাজ্বী নাকি আরও কি আম্মুকে বলছে”! আম্মু আমাকে বললো নানাজ্বী বলছে”””
!
আম্মু : মামা এজন্য তো বলল, এদের ভরসা মিছে “! মিলিয়ে নিস মিষ্টি আর সাহিলের বিয়ে হবে বাচ্চাকাচ্চা হবে “! তারপর সেই বাচ্চাকাচ্চার বিয়েতেও এরা আসতে পারবে কি না আমার যথেষ্ট সন্দেহ আছে””!
!
সত্যি নানাজ্বীর কথা শুনে আমারও হাসি পাচ্ছে “! কিন্তু কথাগুলো শুনে ভিষণ লজ্জাও লাগছে'”! তাই আমি আম্মুর সামনে লজ্জায় মাথা নিচু করে আছি””!
!
আম্মু : হয়েছে আর লজ্জা পেতে হবে না “”। আমরা কাল সাহিলদের বাড়ি যাচ্ছি”! মামাকে দেখতে””!
আমি : তুমি যাও আমাকে কেন আবার টানছো”””?
আম্মু : মামার কড়া নির্দেশ তোকে ছাড়া গেলে মামা আমাকে ঢুকতেই দিবে না””!
আমি মনে মনে বলি মামার নির্দেশ নাকি তার নাতির কারসাজি কে জানে””?
!
পরেরদিন আমরা আম্মুর মামাবাড়ি মানে আমার হবু শ্বশুড়বাড়ির গেলাম””! সবার সাথে দেখা সাক্ষাৎ করে নানাজ্বীর কাছে গেলাম””। আর বুড়োটার কাছে যেতেই বুড়োটা আমাকে যা শুনালো””! শুনেই তো টাস্কি খেয়ে গেলাম'”!
বুড়োটা এসব বলে কি”‘?
♦
♦
চলবে,,,,,,,,,,
🎁🎁🎁

সম্পূর্ণ গল্প পড়তে চান?

সম্পূর্ণ গল্প পড়তে ক্লিক করুন

📚 আপনি আরও পড়তে পারেন

🌄 অর্ধাঙ্গিনী

জানালার পর্দা সরাতেই একঝলক রোদ সারার চোখের উপর পড়লো।সে চোখ কুঁচকেই চেঁচিয়ে উঠল-।

Read
Story 2

🕊️ তোমায় নিয়ে

মা দুধের গ্লাসটা হাতে নিয়ে পিছনে পিছনে ছুটতে ছুটতে দরজার সামনে..

Read

💫 একই বন্ধনে বাঁধা দুজনে

৭ বছর পর দেশে ফিরলো রোহান। কিন্তু বাড়ির কাউকে জানায়নি..।

Read

💬 Give Your Review

We value your thoughts. Share your experience with us!

Ad Image

🛒 Make Any Woman Squirting!

Discover the secrets of female pleasure, connection & confidence through science-based learning and real intimacy!

👉 Enroll Now