

Product details
মহারানী /Maharani
pages
Language
Publisher
Format
Read sample
একটা নতুন সকাল ।হাল্কা মিস্টি রোদ মাখা।কি অপরূপ সৃষ্টি মহান রবের। দুচোখ বন্ধ করলেই যেন এই অপরূপ সৃষ্টির আনন্দ উপভোগ করা যায়।
জান্নাত জানালার সামনে দাড়িয়ে দুচোখ বন্ধ করে এসব ভাবছে।
এই ভাবনার ঘোরে মোবাইলের রিংটোন শুনে টনক নড়লো জান্নাতের।
জান্নাত মোবাইল হাতে নিয়ে দেখে রাহি ফোন করেছে ।ফোন ধরতে ধরতেই কেটে গেলো।
এই রে, রাহি ফোন করেছে।নিশ্চই তাড়াতাড়ি যাওয়ার জন্য ফোন করেছে।ইশ ৮টা বেজে গেছে।রাহি তো আমাকে ৯টার মধ্যে ওর বাসায় থাকতে বলেছিলো।
যাই তাড়াতাড়ি তৈরী হয়ে নেই।
এই বলে জান্নাত নিজের প্রিয় জিনিসগুলো পড়ে তৈরী হয়ে নিলো।
কী ভাবছেন „প্রিয় জিনিস গুলো কী হতে পারে??
জান্নাতের প্রিয় জিনিস হলো বোরকা ,হিজাব,হাত মোজা, পা মোজা,নিকাব!!!!
হ্যা এগুলোই জান্নাতের অনেক প্রিয় জিনিস।কারন বর্তমান যুগের মেয়েদের সাথে আকাশ পাতাল তফাত জান্নাতের ।কারন বর্তমান যুগে যেখানে ,মেয়েরা নিজেদেরকে খোলামেলা বেপর্দায় রাখতে স্বাছ্যন্দ বোধ করে„ সেখানে জান্নাত নিজেকে বেপর্দা অবস্থায় এক মুহুর্তও কল্পলা করতে পারে না।নিজেকে আপাদমস্তক ঢেকে রাখার মধ্যেই প্রকৃত সুখ বিদ্যমান তার।
বর্তমান যুগের মেয়েদের জীবন যাপনের তুলনায় জান্নাতের জীবনযাপন ব্যবস্থাও একেবারে ভিন্ন।কারন ছোট বেলা থেকেই দ্বীনের শিক্ষা পেয়েছে জান্নাত।
আর ওদিকে জান্নাতের বেস্ট ফ্রেন্ড রাহি।জান্নাতের একদম বিপরীত প্রকৃতির সে।বলা চলে যে, রাহি পূর্ব আর জান্নাত পশ্চিম।দুজনের জীবন যাপনের ধরনও একদম বিপরীত।
তার একমাত্র কারন হলো রাহির পরিবার ।কারন রাহির মা, বাবা ,ভাই ,বোন সবাই চাকরিজীবি।এযুগের সাথে তাল মেলাতে গিয়ে দ্বীনের পথ থেকে তারা দিন দিন সড়ে গেছে।।রাহি পরিবিরের সবার ছোট।
ছোট বেলা থেকে দ্বীনের কোন শিক্ষা পায়নি সে।।আফসোস হয় এমন পরিবারের জন্য যারা দুনিয়াবি সুখ „সমৃদ্ধি,যশ„খ্যাতি ইত্যাদি এসবের পিছনে ছুটে আখিরাতকেই ভুলে যায়।তারা ভুলে যায় মৃত্যুর পরবর্তি অসীম জীবনের কথা।যেখানে অনন্তকাল থাকতে হবে।
